Friday, March 1, 2019

টাকা বড় না ভালবাসা

*সদ্য কদিন আগেই দুটি খারাপ খবর দেশটাকে তোলপাড় করে দিলো......*

1. 12000 কোটির রেমন্ড কোম্পানির মালিক তার সন্তানের বিরুপের কারনে ভাড়া ঘরে বসবাস করছেন ।


2. আরবপতি মহিলা মুম্বাই এর পাশা এলাকায় তার কোটি টাকা মূল্যের ফ্লাটে সম্পূর্ণ গলে কঙ্কাল হয়ে গেছে .... বিদেশে তে উচ্চপদস্থ কর্মরত কোটিপতি সন্তান জানেই না তার মা কবে মারা গেছেন ।

...... এই ঘটনা দুটি থেকে বোঝা যায় ... জীবনে পদ,অর্থ,প্রতিষ্ঠা ই জীবনের সমস্ত কিছু নয় ।..... যদি আপনার জীবনে খুশি,সন্তুষ্টি,আর আপনজনের  ভালোবাসা না থাকে , তাহলে আপনার জীবন প্রায় মূল্যহীন ।......

...খুশি পয়সা দিয়ে পাওয়া যায়না .... আপনজনের থেকেই পাওয়া যায় ।

*পয়সা হয়তো অনেককিছুই ,কিন্তু সবকিছু নয় ।*

জীবনে আনন্দের জন্য যা কিছুই ঘটুক,নিরন্তর হাসতে থাকুন !!​

যদি আপনি চিন্তিত হন,তাহলে নিজেকে একটু আরাম দিন ।

একটু আইসক্রিম,চকলেট ও কেক খান ....

ইংরেজি বর্নমালা আমাদের শিক্ষা দেয় ...

A B C....
​Avoid Boring Company​
অপছন্দ সঙ্গ থেকে দূরে থাকুন ।​

D E F...
​Don't Entertain Fools​
মূর্খ দের জন্য সময় নষ্ট করবেন না ।​

G H I....
​Go For High Ideas​
উঁচু বিচার বুদ্ধি রাখুন ।​

J K L M....
​Just Keep a friend like Me​
আমার মতোন ব্ন্ধু রাখুন ।​

N O P...
​Never Overlook the Poor n Suffering​
গরীব ও আর্ত অসহায়দের কখনোই এড়িয়ে যাবেন না ।​

Q R S..
​Quit Reacting to Silly tales​
মূর্খ দের প্রতিক্রিয়া দেবেন না ।​

T U V....
​Tune Urself for ur Victory​
নিজের জয় নিশ্চিত করুন ।​

W X Y Z....
​We Xpect You to Zoom ahead in life​
আমরা আপনার থেকে জীবনের সামনের দিক গুলি দেখার আশা করি !!​

যদি আপনি চাঁদ দেখেন,তাহলে আপনি ঈশ্বরের সুন্দরতা দেখেছেন ...

যদি আপনি সূর্যকে দেখেন তাহলে আপনি ঈশ্বরের বল দেখেছেন ...

যদি আপনি আয়না দেখেন,তাহলে আপনি ঈশ্বরের সবচেয়ে সুন্দর রচনা দেখেছেন ।

এইজন্য নিজের উপর বিশ্বাস রাখুন !!​

জীবনে আমাদের উদ্যেশ্য হওয়া উচিত ....
​9 8 7 6 5 4 3 2 1 0​

9 - গেলাস জল,
8- ঘন্টা ঘুম,
7- বেড়াতে যান পরিবারের সঙ্গে,
6- অংকের আয়,
5- দিন সপ্তাহে কাজ,
4- চাকা গাড়ি,
3- বেডরুম যুক্ত ফ্লাট,
2- আচ্ছা বাচ্ছা,
1- প্রিয়জন,
0- চিন্তা ...!!

এটা ল Message নয়

এটা শিক্ষণীয় !! ইতি তোমাদের বন্ধু ......

1 comment: