Friday, April 10, 2020

জীবাণুমুক্ত করা হল এম আর বাঙ্গুর হাসপাতাল...

জীবাণুমুক্ত করা হল এম আর বাঙ্গুর হাসপাতাল এদিন হাসপাতাল চত্বরের জীবাণুনাশক স্প্রে করে কলকাতা পুরসভা হাসপাতালের সমস্ত জায়গা জীবাণুমুক্ত করা হয়।

Sunday, June 16, 2019

কেন খাবো মাশরুম?

                                           অসাধারণ স্বাস্থ এর জন্য দরকার মাশরুম
আপনারা  সম্ভবত শুনেছেন, মাশরুম আপনার জন্য ভাল। আসলেই ভাল, লোকেরা প্রায়ই ওষুধ হিসাবে মাশরুম ব্যবহার করে।



আপনি জেনে নিতে  পারেন যে বিশ্বের প্রায় সমস্ত প্রাচীন সভ্যতা হাজার হাজার বছর ধরে তাদের নিরাময় সম্পদের জন্য মাশরুম ব্যবহার করেছে। (এমনকি প্রাচীন মিশরীয়রা  তাদের অমরত্বের উদ্ভিদ বলেমাশরুমকে ।)
কিন্তু আপনি বুঝতে পারছেন না যে ভোজ্য মাশরুম মানুষকে নিরাময় করতে কতোটা শক্তিশালী।

             অসাধারণ স্বাস্থ্যের জন্য মাশরুমের ভূমিকা অপরিসীম
সম্ভবত বিস্ময়করভাবে, মানুষের অন্য কোন অঙ্গের তুলনায়  ফুসফুসের সাথে মাশরুম  ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। মাশরুমের কিছু প্রয়োজনীয় অণু (ছত্রাকের একটি ফর্ম) খাদ্যের মধ্যে উপস্থিত রয়েছে যে আমাদের অঙ্গগুলি  এখন তাদের উপর নির্ভর করে - যা আমাদের পক্ষে এত ভাল। মাশরুম একটি superfood, এবং পৃথিবীর  সবচেয়ে স্বাস্থ্যকর এক  খাবার ।
আনুমানিক 50% ভোজ্য মাশরুমগুলি কার্যকরী খাবার বলে মনে করা হয়, যার অর্থ মৌলিক পুষ্টি ব্যতিরেকে তাদের স্বাস্থ্যের উপর সম্ভাব্য ইতিবাচক প্রভাব রয়েছে।অগণিত বৈজ্ঞানিক গবেষণাগুলি বিভিন্ন উপায়ে প্রকাশ করেছে যে মাশরুমগুলি গুরুতর স্বাস্থ্যের অবস্থার প্রতিরোধ এবং চিকিত্সার ক্ষেত্রে উপকারী হতে পারে - এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে ।


প্রকৃতপক্ষে গবেষণায় 200 টিরও বেশি শর্ত চিহ্নিত করা হয়েছে যা মাশরুমের ব্যবহার থেকে উপকৃত হতে পারে এবং শরীরের জন্য 100 টিরও বেশি উপকারী প্রভাব ফেলতে পারে।মাশরুম পুষ্টির মান অতুলনীয় । মাশরুমের  ক্যালোরি , ফাইবার এবং প্রোটিনের দুর্দান্ত উৎস , যা  খাদ্যের জন্য ভাল।তারা অনেক গুলি ভিটামিনের সমন্নয়ে গঠিত যেমন  ভিটামিন বি , সেলেনিয়াম, পটাসিয়াম, তামা, এবং (বিশেষ করে যখন সূর্যের উদ্ভাসিত হয়) সহ অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে, ভিটামিন ডি।


যদিও তারা সাধারণত সাদা হয়, তবুও তারা অনেকগুলি অ্যান্টিঅক্সিডেন্টগুলি রঙিন ফল এবং সবজি ।

Sunday, March 24, 2019

গতকাল, আজ এবং আগামীকাল

                       গতকাল, আজ এবং আগামীকাল!
   Kodak কোম্পানিকে মনে আছে? আজ থেকে ১০ বছর পরে কোনো চাকুরি থাকবে না ১৯৯৮ সালে কোড্যাক কোম্পানিতে প্রায় ১লক্ষ ৭০ হাজার কর্মচারী কাজ করতেন। এবং বিশ্বে ছবি তোলার প্রায় ৮৫% ই কোড্যাক ক্যামেরায় তোলা হত।
গত কয়েক বছরে মোবাইল ক্যামেরার বাড়বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে Kodak ক্যামেরার কোম্পানীটাই উঠে যায়। এমনকি Kodak সম্পুর্ন দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়। ওই একই সময়ে আরো কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়। যেমন- HMT (ঘড়ি) BAJAJ (স্কুটার) DYANORA (TV) MURPHY (radio) NOKIA (Mobile) RAJDOOT (bike) AMBASSADOR (গাড়ি) এই উপরের কোম্পানিগুলোর মধ্যে কারুরই কোয়ালিটি খারাপ ছিল না। তবুও এই কোম্পানি গুলো উঠে গেল কেন? কারণ এরা সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি। এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের 10 বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে! এবং আজকের 70%-90% চাকরিই সামনের 10 বছরে সম্পুর্নভাবে বিলুপ্ত হতে চলেছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি "চতুর্থ শিল্প বিপ্লব"-এর যুগে। আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান- উবার কেবলমাত্র একটি software-এর নাম। না, এদের নিজস্ব কোন গাড়ি নেই।
 তবু আজ বিশ্বের বৃহত্তম ট্যাক্সি-ভাড়ার কোম্পানি হল উবার। Airbnb হল আজকে দুনিয়ার সবথেকে বড় হোটেল কোম্পানি। কিন্তু মজার ব্যাপার হল, পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই।  একইভাবে Paytm, ওলা ক্যাব, Oyo rooms ইত্যাদি অসংখ্য কোম্পানির উদাহরণ দেওয়া যেতে পারে। আজকে আমেরিকায় নতুন উকিলদের জন্য কোন কাজ নেই, কারণ IBM Watson নামে একটি আইনি software যে কোন নতুন উকিলের থেকে অনেক ভাল ওকালতি করতে পারে। এইভাবে পরের 10 বছরে প্রায় 90% আমেরিকানদের আর কোন চাকরি থাকবে না। বেঁচে থাকবে খালি বাকি 10%। এই 10% হবে বিশেষ বিশেষজ্ঞ। নতুন ডাক্তারদেরও চাকরি যেতে বসেছে। Watson নামের software মানুষের থেকেও 4 গুন নিখুঁত ভাবে ক্যানসার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে। 2030 সালের মধ্যে কম্পিউটারের বুদ্ধি মানুষের বুদ্ধিকে ছাপিয়ে যাবে। 2019 সালের মধ্যেই রাস্তায় নামতে চলেছে চালকহীন গাড়ি। 2020 সালের মধ্যেই এই একটা আবিষ্কার বদলে দিতে পারে গোটা দুনিয়ার চালচিত্র। এর ফলে সামনের 10 বছরে আজকের 90% গাড়িই আর রাস্তায় দেখা যাবে না। বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেক্ট্রিকে চলবে অথবা হাইব্রিড গাড়ি হবে। রাস্তাগুলো ক্রমশঃ ফাঁকা হতে থাকবে। পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী আরব দেশগুলি ক্রমশঃ দেউলিয়া হয়ে আসবে। তখন গাড়ি লাগলে, উবারের মত কোন software-এর কাছেই গাড়ি চাইতে হবে। আর গাড়ি চাইবার কিছুক্ষনের মধ্যেই সম্পুর্ন চালক-বিহীন একটা গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে। আপনি যদি অনেকের সাথে ওই একই গাড়িতে যাত্রা করেন, তাহলে মাথাপিছু গাড়িভাড়া বাইকের থেকেও কম হবে। গাড়িগুলো চালকবিহীন হবার ফলে 99% দুর্ঘটনা কমে যাবে। এবং সেই কারণেই গাড়ি-বীমা করানো বন্ধ হবে এবং গাড়ি-বিমার কোম্পানি গুলো সব উঠে যাবে। গাড়ি চালানোর মত কাজগুলো আর পৃথিবীতে বেঁচে থাকবে না। 90% গাড়িই যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে, তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিং-এর কর্মী-দেরও কোন প্রয়োজন থাকবে না। ভেবে দেখুন, আজ থেকে 5-10 বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে STD বুথ ছিল। দেশে মোবাইল বিপ্লব আসার পর, এই সবকটা STD বুথই কিন্তু পাততাড়ি গুটাতে বাধ্য হল। যেগুলো টিকে রইল, তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল। এরপর মোবাইল রিচার্জেও অনলাইন বিপ্লব এল। ঘরে বসেই অনলাইনে লোকে মোবাইল রিচার্জ করা শুরু করল। এই রিচার্জের দোকান গুলোকে তখন আবার বদল আনতে হল। এরা এখন কেবল মোবাইল ফোন কেনা-বেচা এবং সারাইয়ের দোকান হয়ে দাঁড়িয়েছে। তবে সেটাও বদলাবে খুব শিগগিরই। Amazon, Flip-kart থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি বাড়ছে। টাকার সংজ্ঞাও পাল্টাচ্ছে। একসময়ের নগদ টাকা আজকের যুগে "প্লাস্টিক টাকায়" পরিণত হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও। এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেট-এর যুগ। Paytm-এর রমরমা বাজার, মোবাইলের এক টিপে টাকা এপার-ওপার। যারা যুগের সাথে বদলাতে পারে না, যুগ তাদের পৃথিবী থেকে সরিয়ে দেয়। তাই ক্রমাগত যুগের সাথে বদলাতে থাকুন। সাফল্যকে সাথে রাখুন, সময়ের সাথে থাকুন |

Monday, March 18, 2019

অনেক নাম থেকে যায় প্রচারের আলোর বাইরে ....

অনেক নাম থেকে যায় প্রচারের আলোর বাইরে

প্রচার বিমুখ এই মহান মানুষের নামাঙ্কিত বিশেষ কিছু এই ভারতে না থাকলেও জাপানের রাজধানী টোকিওতে রয়েছে তাঁর কালো গাউন পরিহিত মূর্তিটি । নিচে জ্বলজ্বল করছে এই মহান বঙ্গ-সন্তানের নাম ।

জাপানীরা কিন্ত পঞ্চাশ বছর পরেও ভোলেননি তাঁর অবদান ।

দিনটা ছিল নভেম্বরের ১২ তারিখ, সাল ১৯৪৮ । টোকিওর উপকন্ঠে এক বিশাল বাগান বাড়িতে চলছিলো বিশ্বযুদ্ধে হেরে যাওয়া জাপানের প্রধানমন্ত্রী তোজো সহ মোট পঞ্চান্ন জন অপরাধীর বিচার । এদের মধ্যে আঠাশ জনকে চিহ্নিত করা হয়েছিলো Class-A (crimes against peace) যুদ্ধাপরাধী , প্রমাণিত হলে যার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ।


সারা বিশ্ব থেকে আগত এগারোজন বাঘা বাঘা জুরী "যুদ্ধাপরাধীদের" দেখে একে একে ঘোষণা করছেন ......
"Guilty"....".Guilty"......"Guilty".........

 হঠাৎই বজ্র নির্ঘোষে একজন বলে উঠলেন  “Not Guilty!”!

হলঘরে নেমে এলো ভয়ংকর এক নিস্তব্ধতা ।

কে এই জুরী মহোদয় ?

পুরো নাম ডক্টর রাধাবিনোদ পাল । টোকিও যাবার আগে ছিলেন কলকাতা হাইকোর্টের অন্যতম বিচারপতি, দুবছর উপাচার্য ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ।

১৮৮৬ সালে পূর্ববঙ্গের কুষ্ঠিয়ায় জন্মগ্রহণ করেন অত্যন্ত দরিদ্র পরিবারের এই বঙ্গসন্তান । তাঁর পড়াশুনা শুরু হয় তাঁরই পিতার প্রতিষ্ঠিত পাঠশালায় ঈমান পন্ডিতের কাছে । প্রথম জীবন থেকেই ছিলেন আপোষহীন আর নির্ভিক এই মহান মানুষটি ।

রাধাবিনোদ জেলায় সর্বোচ্চ নম্বর নিয়ে স্কুল ফাইনাল পাশ করে ভর্তি হন প্রেসিডেন্সী কলেজে । কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্ক নিয়ে M.Sc করার পর ফের আইন নিয়ে পড়াশুনা করেন ও ডক্টরেট উপাধি পান ।

সম্পূর্ণ বিপরীত দুই বিষয় বেছে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেছিলেন, "Law and Mathematics are not so different after all”.

ফিরে আসি আবার টোকিওর আন্তর্জাতিক আদালতে । ডক্টর পাল তার অকাট্য যুক্তি দিয়ে বাকি জুরীদের বোঝান যে মিত্রশক্তিও
 আন্তর্জাতিক আইনের সংযম ও নিরপেক্ষতার নীতিমালা লংঘন করেছে । তাছাড়া  জাপানের আত্মসমর্পনের ইঙ্গিত উপেক্ষা করে তারা মারাত্মক  ধ্বংসযজ্ঞ সৃষ্টিকারী দু দুটো আনবিক বোমা ব্যবহার করে হত্যা করেছে কয়েক সহস্র নিরপরাধ মানুষ । বারোশ বত্রিশ পাতা জুড়ে লেখা সেই রায় দেখে অধিকাংশ জুরী অভিযুক্তদের Class-A থেকে B তে নামিয়ে আনেন , রেহাই পান তারা মৃত্যুদন্ডের হাত থেকে ।
 আন্তর্জাতিক আদালতে তাঁর এই রায় তাকে এবং ভারতকে বিশ্বজোড়া সুখ্যাতি এনে দেয়।

জাপান কিন্ত ভোলেনি এই মহান  মানুষটির অবদান । ১৯৬৬ সম্রাট হিরোহিতো তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ' কোক্কো কুনশাও' সম্মানে ভূষিত করেন ।
 টোকিও এবং কিয়াটোতে দুটি ব্যস্ত রাস্তা তাঁর নামে রাখা হয়েছে । আইন পাঠক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে তার লেখা রায় । টোকিওর সুপ্রীম কোর্টের সামনে বসানো আছে তার গাউন পরা মূর্তি ।
২০০৭  সালে ওদেশের প্রধানমন্ত্রী শিনজো আবে দিল্লীতে এসে ডক্টর পালের পরিবারের সদস্যদের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন । শোনা যায় বুদ্ধবাবুর মন্ত্রীসভার এক বরিষ্ঠ সদস্য শিনজো আবের সাথে ওনার ডোভার লেনের বাড়িতে আসেন । গেটের বাইরে ডক্টর রাধাবিনোদ পালের নেমপ্লেট দেখে সঙ্গী পুলিশ অফিসার কে বলেছিলেন,  "লোকটি কে একটু খোঁজ নিওতো !"
👏👏👏💝💝💝

( সম্পাদিত )

Sunday, March 3, 2019

আমাদের অবস্থা কি এই রকম নয়.??

   আমাদের অবস্থা কি এই রকম নয়.??


               

 একজন বরফকে প্রশ্ন করলো, "তুমি এত ঠান্ডা কেনো?"
বরফ খুব ভালো উত্তর দিল, "আমার অতীতও জল, ভবিষ্যতও জল...তাহলে এতো গরমের(অহংকার) কি আছে.!"
মানুষেরও অবস্থা কি এই রকম নয়.??
মানুষের অতীতও "খালি হাত" এবং ভবিষ্যতও
"খালি হাত".!
তাহলে...???
এতো গরমের(অহংকার) কি আছে.!!

👉TEMPLE-এ 6 words আছে, MASJID আর CHURCH-এও তাই.!



👉GEETA-তে 5 words আছে, QURAN আর BIBLE-এও তাই.!

👉LIFE-এ 4 words আছে, DEAD-এও তাই.!

👉HATE-এ 4 words আছে, LOVE-এও তাই.!


👉NEGATIVE-এ 8 words আছে, POSITIVE-এও তাই.!

👉FAILURE-এ 7 words আছে, SUCCESS-এও তাই.!

👉BELOW-তে 5 words আছে, ABOVE-এও তাই.!

👉CRY-এ 3 words আছে, JOY-এও তাই.!

👉ANGER-এ 5 words আছে, HAPPY-তেও তাই.!

👉RIGHT-এ 5 words আছে, WRONG-এও তাই.!

👉RICH-এ 4 words আছে, POOR-এও তাই.!

👉FAIL-এ 4 words আছে, PASS-এও তাই.!


👏যদি বিরোধী শব্দে এত সমানতা থাকে, তাহলে আমাদের (বিকলাঙ্গ) আর সাধারণদের মধ্যে কেন নয়....??
আমাদের বিকলাঙ্গতা থাকতে পারে কিন্তু অখম নই।
‘দয়া করে মূল্যবান পোষ্টটা পড়া শেষ হলে
শেয়ার করুন’
এবং সকল কে জানার ও শিক্ষার সুযোগ করে
দিন ।

*মানুষ বড় আজব প্রাণী**

মানুষের চাওয়া পাওয়ার কিছু
খন্ডচিত্র-
❐ উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন।
❐ ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন।
❐ পুলিশ চায় আপনি বেআইনী কাজ
করুন।
❐ ইলেকট্রিশিয়ান চায় আপনার
বাড়ির ওয়্যারিং জ্বলে যাক।
❐ বাড়িওয়ালা চায় আপনি যেন
জীবনে বাড়ি করতে না পারেন।
❐ মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে
যাক।
❐ ব্যাংকার চায় আপনি টাকা লোন
নিয়ে ঋনগ্রস্থ হোন।
❐ প্রাইভেট টিউটর চায় আপনার
সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক।
**শুধুমাত্র চোর চায় আপনি ধনী
হোন আর মহাসুখে নাক ডেকে ঘুমান।

এতএব, চোরই আপনার প্রকৃত বন্ধু।
--------------প্রমানিত
😃😃😃😃😃😃
 ৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়।
১| নদীর পাড়ের বাড়ি
২। ব্রেক ছাড়া গাড়ি
৩। ঘর ছাড়া নারী।
তিনটি জিনিস একবার আসেঃ
(১) মাতা-পিতা
(২) সৌন্দর্য্য
(৩) যৌবন।
তিনটি জিনিস
ফিরিয়ে আনা যায়নাঃ
(১) বন্দুকের গুলি
(২) কথা
(৩) রূহ।
তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ
(১)সু-সন্তান
(২)ভাল কাজ
(৩) ইলম।
তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ
(১)চুরি
(২)চোগলখুরী
(৩)মিথ্যা।
তিনটি জিনিস
পিছনেতে রাখোঃ
(১)হিংসা
(২)অভাব
(৩)সন্দেহ।
তিনটি জিনিসকে সর্বদা মনে রেখঃ

(১) উপদেশ
(২) উপকার
(৩) মৃত্যু।
তিনটি জিনিস কে আয়ত্বে রেখঃ
(১) রাগ
(২) জিহবা
(৩) মন।
তিনটি জিনিস অভ্যাস করঃ
(১) সততা
(২) ভক্তি
(৩) ভালোবাসা
তিনটি জিনিস থেকে দূরে থেকঃ

(১) মিথ্যা
(২) অহংকার
(৩) অভিশাপ।
তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করঃ
(১) কলম
(২) কথা
(৩) কদম
‘দয়া করে মূল্যবান পোষ্টটা পড়া শেষ হলে
শেয়ার করুন’
এবং সকল কে জানার ও শিক্ষার সুযোগ করে
দিন ।

 নুপুরের দাম হাজার টাকা,,
 কিন্তু তার স্থান পায়েই হয়,,
টিপের দাম এক টাকা হলেও ,,
তার স্থান কপালে। "যে নুনের মতো
তিতকুটে জ্ঞান দেয়, সে আসল বন্ধু"।
 ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি,,
 আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়ারাও ছাড়েনি।

মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় ,,
আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়।
 মানুষ সোজা পথে চলতে চায় না,,
 আর বাঁকা পথের প্রতি সবারই
আগ্রহ বেশী।
 এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,,
 আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়।

আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, "জল মেশাননি তো?",,
 আর মদে নিজেরাই জল মিশিয়ে খাই।
 আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম,,,
যে "তাকে জানোয়ার বললে ক্ষেপে যায়,,
 কিন্তু সিংহ বললে খুশি হয় !!

*মানুষ বড় আজব প্রাণী**

Friday, March 1, 2019

টাকা বড় না ভালবাসা

*সদ্য কদিন আগেই দুটি খারাপ খবর দেশটাকে তোলপাড় করে দিলো......*

1. 12000 কোটির রেমন্ড কোম্পানির মালিক তার সন্তানের বিরুপের কারনে ভাড়া ঘরে বসবাস করছেন ।


2. আরবপতি মহিলা মুম্বাই এর পাশা এলাকায় তার কোটি টাকা মূল্যের ফ্লাটে সম্পূর্ণ গলে কঙ্কাল হয়ে গেছে .... বিদেশে তে উচ্চপদস্থ কর্মরত কোটিপতি সন্তান জানেই না তার মা কবে মারা গেছেন ।

...... এই ঘটনা দুটি থেকে বোঝা যায় ... জীবনে পদ,অর্থ,প্রতিষ্ঠা ই জীবনের সমস্ত কিছু নয় ।..... যদি আপনার জীবনে খুশি,সন্তুষ্টি,আর আপনজনের  ভালোবাসা না থাকে , তাহলে আপনার জীবন প্রায় মূল্যহীন ।......

...খুশি পয়সা দিয়ে পাওয়া যায়না .... আপনজনের থেকেই পাওয়া যায় ।

*পয়সা হয়তো অনেককিছুই ,কিন্তু সবকিছু নয় ।*

জীবনে আনন্দের জন্য যা কিছুই ঘটুক,নিরন্তর হাসতে থাকুন !!​

যদি আপনি চিন্তিত হন,তাহলে নিজেকে একটু আরাম দিন ।

একটু আইসক্রিম,চকলেট ও কেক খান ....

ইংরেজি বর্নমালা আমাদের শিক্ষা দেয় ...

A B C....
​Avoid Boring Company​
অপছন্দ সঙ্গ থেকে দূরে থাকুন ।​

D E F...
​Don't Entertain Fools​
মূর্খ দের জন্য সময় নষ্ট করবেন না ।​

G H I....
​Go For High Ideas​
উঁচু বিচার বুদ্ধি রাখুন ।​

J K L M....
​Just Keep a friend like Me​
আমার মতোন ব্ন্ধু রাখুন ।​

N O P...
​Never Overlook the Poor n Suffering​
গরীব ও আর্ত অসহায়দের কখনোই এড়িয়ে যাবেন না ।​

Q R S..
​Quit Reacting to Silly tales​
মূর্খ দের প্রতিক্রিয়া দেবেন না ।​

T U V....
​Tune Urself for ur Victory​
নিজের জয় নিশ্চিত করুন ।​

W X Y Z....
​We Xpect You to Zoom ahead in life​
আমরা আপনার থেকে জীবনের সামনের দিক গুলি দেখার আশা করি !!​

যদি আপনি চাঁদ দেখেন,তাহলে আপনি ঈশ্বরের সুন্দরতা দেখেছেন ...

যদি আপনি সূর্যকে দেখেন তাহলে আপনি ঈশ্বরের বল দেখেছেন ...

যদি আপনি আয়না দেখেন,তাহলে আপনি ঈশ্বরের সবচেয়ে সুন্দর রচনা দেখেছেন ।

এইজন্য নিজের উপর বিশ্বাস রাখুন !!​

জীবনে আমাদের উদ্যেশ্য হওয়া উচিত ....
​9 8 7 6 5 4 3 2 1 0​

9 - গেলাস জল,
8- ঘন্টা ঘুম,
7- বেড়াতে যান পরিবারের সঙ্গে,
6- অংকের আয়,
5- দিন সপ্তাহে কাজ,
4- চাকা গাড়ি,
3- বেডরুম যুক্ত ফ্লাট,
2- আচ্ছা বাচ্ছা,
1- প্রিয়জন,
0- চিন্তা ...!!

এটা ল Message নয়

এটা শিক্ষণীয় !! ইতি তোমাদের বন্ধু ......

Wednesday, February 27, 2019

শুরু হতে পারে বজ্র-বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের আশঙ্কা, ঝড়-জলের তাণ্ডবে ভাসবে রাজ্য !

শুরু হতে পারে  বজ্র-বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের আশঙ্কা, ঝড়-জলের তাণ্ডবে ভাসবে রাজ্য !


ফের প্রবল ঝড়-বৃষ্টি হতে চলেছে রাজ্যজুড়ে ৷ কিছুক্ষণের মধ্যেই বজ্র-বিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টিপাতে নাকাল হতে চলেছে শহরবাসী ৷
উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাতে ভাসবে শহর থেকে শহরতলি ৷রাজ্যের ১৩টি জেলায় তুমুল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ৷ 

দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ 

আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির প্রলয় দেখতে চলেছে রাজ্যবাসী ৷ এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ উপকূলীয় অঞ্চলে রয়েছে  বৃষ্টিপাতের  চরমতম সতর্কতা  ৷

Thursday, February 21, 2019

CHEWY CHOCOLATE CHIP COOKIE

       It's delicious cookies
 Cookies are very tasty to eat.The kids are very interested in these cookies.Not only kids, everyone loves Cookies. Today we learn how to make CHEW CHOCOLATE _CHIP COOKIES. Let's start making cookies.
Ingredients :
*1/2 cup sugar .
*3/4 cup brown sugar.
*1 tsp salt.
*1/2 cup butter.
*1 egg.
*1 tsp vanilla.
*1-1/4 Cup flour.
*1/2 tsp baking soda.
*4 ounces dark chocolate chunks.
*4 ounces milk chocolate chunk.

Procedure 
How to make cookies see the video 




Friday, February 8, 2019

মাতা সরস্বতীর উপাসনার এই উৎসবটি কিভাবে শুরু হয়েছিল তা জানুন



বাসন্তী পঞ্চমীর দিন মাতা সরস্বতীকে উৎসর্গ করা হয় অঞ্জলি।  মাতা সরস্বতীকে জ্ঞানের দেবী বলে মনে করা হয়। এই মাসে আবহাওয়া বেশ মনোরম হয়ে ওঠে। এই সময়কালে খুব বেশি তাপ বা খুব ঠান্ডা হয় না, এবং সেই কারণে বসন্তকে ঋতুদের রাজা বলা হয়। বাসন্তী পঞ্চমীর দিনে মাতা সরস্বতীর বিশেষ উপাসনা করা হয়। এই দিনে, বিভিন্ন কমে'র সাথে যারা আছে যেমন পড়াশোনা গান বাজনা নিয়ে তারা এই পূজা করেন।
মাতা সরস্বতীকে কখন এবং কীভাবে পড়তে হবে় তা জানা যাক।

পূজা শুভ অভিবাদন
9 ফেব্রুয়ারি 1২:২6 থেকে 1২:41 টা, বসন্ত পঞ্চমীর সরস্বতী পূজার শুভ মাস
বসন্ত পঞ্চমী শুরু: 1২:25 থেকে 9 ফেব্রুয়ারি ২019 সাল পর্যন্ত
বসন্ত পঞ্চমী শেষ - 02:08, 10 ফেব্রুয়ারি ২019 ।

বাসন্তী পঞ্চমী শুভ দিন
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বসন্ত পঞ্চমীর দিন নামে পরিচিত এবং এ কারণে এটি নতুন কাজ শুরু করার সেরা দিন বলে মনে করা হয়। বাসন্তী পঞ্চমীর দিনে, হলুদ নতুন বসন পরিধান করা শুভ। শুধু এই নয়, একটি হলুদ থালা তৈরি করা এই দিনে খুব ভাল।

এটা কেন বাসন্তী পঞ্চমী উদযাপন করা হয় তা জানুন:

হিন্দু পুরাণে প্রচলিত একটি কিংবদন্তী অনুসারে, প্রভু ব্রহ্মা বিশ্বের রচনা করেছিলেন। তারা গাছ, প্রাণী ও মানুষ তৈরি করেছিল, কিন্তু তারা মনে করেছিল যে তাদের রচনায় কিছুটা অভাব রয়েছে। এ কারণে ব্রহ্মা তার কামালালের সাথে জল ছিটিয়ে দিয়েছিলেন, যার চারটি হাত দিয়ে একটি সুন্দর মহিলা হাজির হয়েছিল। মহিলার এক হাতে একটি বীণা ছিল, অন্য  হাতে বই , তৃতীয় এবং তৃতীয় চতুর্থাংশ পুষ্প ও  বীণা ছিল।
বীণা বাজিয়ে ব্রহ্মা দ্বারা তৈরি সব কিছু, একটি কণ্ঠস্বর আছে। তারপর ব্রহ্মা  সরস্বতী হিসাবে বক্তৃতা দেয় বলা হয়। ঐ দিন বাসন্তী পঞ্চমী ছিল। এই কারণে, প্রতি বছর, বাসন্তী পঞ্চমীর দিনে, দেবী সরস্বতী জন্মবার্ষিকী উদযাপন করা শুরু করে এবং সে পূজা করা হত।

কিভাবে মাতা সরস্বতীর পূজা করবেন?

স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মাতা সরস্বতীর উপাসনা পাশাপাশি বাড়ির পাশাপাশি বিদ্যালয়গুলিতে এই পূজা করা হয়। আপনি যদি বাড়িতে মাতার সরস্বতী উপাসনা করেন তবে এই বিষয়গুলি মনে রাখবেন।
সকালে স্নান করে এবং মাতা সরস্বতীকে পলাশ ফুল দাও। এর পর উপাসনার সময়ে মাতার সরস্বতী উপাসনা করুন। উপাসনা জায়গায় বই রাখুন এবং শিশুদের উপাসনার জায়গায় বসতে দিন। শিশুদের উপহার হিসেবে একটি বই দিন। এই দিনে, হলুদ চাল বা হলুদ খাবার খাও।

/
পূজা করার সময় সরস্বতী মাতার বন্দনা মন্ত্র

জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিতা  মুক্ত হস্তে ভগবতী ভারতি বিদাং দেবী নমস্তুতে।


Thursday, February 7, 2019

Valentine's Day special

                              I love you 

                          


You might want to save some money if you are on a spending budget. You might find ways to make a wedding cost even though it's true that a wedding could be something expensive. You'll have to learn some saving money tips if you truly want to do so. You can conserve money on different facets of your wedding. Obviously you'll have to spend some time to compare the prices. There are several ways to conserve money your wedding item on each. You can conserve money by selecting your wedding day carefully. Since the arrangement could be convenient to your guests, couples would like to have the marriage on Fridays or Saturdays.

This may produce the rent of expensive of the venue a lot. This is also true for a few days of the year. The rent will be higher if you want to rent it. As a consequence, so as to conserve money you'll not attempt to plan your wedding. There are whenever your wedding dress is concerned. To this end you may need approach different bridal shops. A designer wedding gown will be affordable. If you are on a budget, you may not wish to go for choices. So as to conserve money, you'll have to allow yourself to save a lot if you're able to really do that dress.

If it's possible, you shouldn't buy a brand new dress. You could consider renting one rather than buying one. Another choice is to borrow. You'll be borrowing and shifting your friend's dress. Obviously it can occasionally hard to save a lot if you're able to really do that. You'll have the ability to spend some money. There's without doubt that you'll have to spend some money if you're planning to employ In fact, you may opt to play some. In fact, you could choose to play a little Compact Disc in your reception in order that you could a magician yourself, you may be the one who aspect.

If you're not wish to work with a wedding invitation entertains your guests and this will definitely assist you to conserve not wish to work with a wedding invitation. You might attempt to print the wedding cards yourself wedding if you want to conserve money. Instead, you'll try to print the marriage cards yourself. As a matter of fact, you might very own wedding cards.
That is my Valentine's Day special gift for you.

Wednesday, February 6, 2019

Jennifer Lawrence Gets Engaged .............

Jennifer Lawrence Gets Engaged To Cooke Maroney

Jennifer lawrence is tying the knot with new york city gallery director cook Maroney. Their romance has evolved over the last several months with a source confirming to people in June that the Oscar winner 28 was dating the art dealer thirty four . Since than the two haven't shied away from going on dates in public together. The couple has  recently been out  and about several times in new york city for intimate dinner dates while bonding up in the cold . The two also enjoyed the trip to paris and rome in august.A source told people the couple "seemed happy "occasionally holding hands while in the french capital lawrence began dating marone after splitting from her mother, direction Darren  Aronofsky in  november 2017. Marony works in the new york art scene and reps clients like lena Durham's artist father Carrol .The two reportedly met though one lawrence's close friends according to page six tv. the outlet first to report the news.He is reportedly  director at gladstone 64, the
Gladstone galleries upper east side location and the famed Edward Durrel stone  stone house. The  gallery is home to a number of prominent artists and it featured work by the critically renowned Carrol Dunham , father of the former of Girls star. Gladstone also plays home to artists like Richard prince anish kapoor and matthew barney who was previously married to singer Bjork.

Related:it's official jennifer lawrence is engaged to boy friend Cooke Maroney, previously worked at the acclaimed gagsign gallery which exhibits famous contemporary art and has locations in numerous  cities including Rome,london and Hong kong. The curator  is often seen at "high end art openings "around NYC sources told paige six TV.  His parents james
Maroney  and suki frederick own farm in vermont and Marnney father was a private  dealer before turning his focus to forming according to a medium profile on a couple. Lawrence have been single since splitting with Aronfsky whom she dated for just.  In September 2016 after 1 year they are getting first together.
     
         Many many thanks to view my page.

Monday, February 4, 2019

World Best cookies

BETTER THAN DOUBLETREE CHOCOLATE CHIP COOKIES.

DoubleTree chocolate chip cookies are amazing, but this chocolate chip cookie recipe is even BETTER than the DoubleTree Chocolate Chip Cookies recipe!! It’s gooey and full of chocolate, oats, and walnuts. Plus, these are HUGE cookies.

This chocolate chip cookie recipe is even BETTER than the Doubletree Chocolate Chip Cookie recipe!! It's gooey and full of chocolate, oats, and walnuts. Plus, they're HUGE!
Did you know that when you stay at a DoubleTree hotel, they give you warm (ginormous) chocolate chip cookies at check-in? I know this, of course, because I’ve stayed at DoubleTree many times over the course of my life. But the funny thing is, I forget EVERY TIME. So when I’m checking in and they hand me warm cookies, it’s like a sweet surprise. I’m not sure if they have a mix that they distribute to each hotel or if the hotel chef bakes up a new batch every day, but there’s a warming drawer at the front desk so you’re assured nice warm and gooey cookies along with your room key.

A few weeks ago, we stayed at the DoubleTree Santa Monica, and I was surprised yet again when they handed us cookies. You’d think I’d remember that from visit to visit, but I don’t, haha! Anyway, I jumped for joy like a kid and couldn’t wait to savor every bite.

A DoubleTree chocolate chip cookie is warm and melty, gooey, with a hint oats that you can see in the dough. They’re not oatmeal cookies at all, so as you’re eating them you wonder about the oats. (Or maybe that’s just me?) All I know is that when I finish my cookie I want MORE.

This chocolate chip cookie recipe is even BETTER than the Doubletree Chocolate Chip Cookie recipe!! It's gooey and full of chocolate, oats, and walnuts. Plus, they're HUGE!

BETTER THAN DOUBLETREE CHOCOLATE CHIP COOKIES? YOU BET!

I have really high standards when it comes to chocolate chip cookies. I love them a lot, and over the years I’ve become a cookie snob. Cookies that are bland, dry, over baked, or crunchy do NOT satisfy my chocolate chip cookie craving. My perfect chocolate chip cookie is just a tad under-baked so it’s gooey, with melty chocolate, nuts are a bonus, and they need to be bursting with flavors.

Basically, I want fireworks in my mouth when I eat a chocolate chip cookie…otherwise it’s not worth the calories.
 BETTER, that is. I just made a few tiny changes to the original recipe and the result? My absolute favorite cookie. I will never again make any other chocolate chip cookie…unless I’m making these.
This chocolate chip cookie recipe is even BETTER than the Doubletree Chocolate Chip Cookies!! It's gooey and full of chocolate, oats, and walnuts. Plus, they're HUGE!
SO, WHAT MAKES THESE COOKIES SO SPECIAL, AND BETTER THAN DOUBLETREE CHOCOLATE CHIP COOKIES? LET ME TELL YOU:

I start with melted butter. I always start with melted butter for my chocolate chip cookie recipes. I love the caramelized, toffee-like flavor it gives to the cookies, especially when paired with gobs of brown sugar.
The recipe calls for ground oats, which I used. The oats give a bit of flavor and texture, and help bind the cookies. Don’t leave them out; these aren’t oatmeal cookies at all, but the oats give them the ultimate flavor.
TONS of chocolate. These cookies have 3 cups of chocolate chips!! I used regular chocolate chips, but you can use minis for an even richer cookie.
CHILL THE DOUGH. I know. It’s annoying. It takes a long time. But you MUST. Otherwise these will spread and not be thick and gooey. Scoop baseball sized balls of dough and chill them at LEAST 4 hours (or overnight) before baking. You won’t be sorry. (Good things come to those that wait!)
UNDER-BAKE them. They’re done just when the top looks done and not a minute later. They’ll still be gooey in the center. THAT’S the solution to the best chocolate chip cookie problem: THE GOOEY CENTER.
SIZE. I was going for a huge cookie, so I used 1/4 cup of dough each. But you could make these less insanely huge by using a smaller cookie scoop. Still chill them, but they’ll bake up quicker.


INGREDIENTS:

 *1 cup 227g unsalted butter, softened.
*1 cup 198g granulated sugar.
 *1 cup 208g brown sugar, packed
 *1 cup 237ml vegetable oil
 *1 large egg
 *1 teaspoon baking soda
 *1 teaspoon salt.
 *1 teaspoon vanilla
 *1 cup 80g quick cooking oats
 *1/2 cups 434g all-purpose flour
 *1/2 cup 60g sweetened shredded coconut
 *1 cup 25g lightly crushed cornflakes
 *1/2 cup 63g chopped pecans or walnuts.

INSTRUCTIONS:

*Note: this dough requires chilling.
*Cream butter and sugars in the bowl of a stand mixer fitted with the paddle attachment. Cream until light and fluffy. You can also use a hand mixer. Add oil and stir until smooth. Add egg and vanilla, mix until smooth, then stir in the salt and baking soda.

*Mix in oats and flour until just mixed. Stir in coconut, nuts, and cornflakes.

*Scoop 2 tablespoon balls of cookie dough onto a cookie sheet covered in wax or parchment paper. No need to spread the balls out, you’re just going to chill them. Cover with plastic wrap and chill at least one hour. (If you chill longer than 4 hours you may need to let them warm up a few minutes on the counter before baking.)

*Preheat oven to 350°F. Line cookie sheets with parchment paper or silpat baking mats. Place cookies 2” apart on prepared cookie sheets. Lightly press down with the palm of your hand. Bake for 9-11 minutes or until the bottoms just start to turn golden brown. Cool at least 5 minutes on cookie sheet before removing to rack to cool completely.

*Store in an airtight container for up to 5 days or freeze for up to 1 month.